Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর ,গৌরনদী,বরিশাল। youth.gournadi.barisal.gov.bd এক নজরেঃ গৌরনদী কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন কার্যক্রমের মধ্যে  ও উদ্যোক্তা তৈরি, যুব সংগঠনকে নিবন্ধন, যুব সংগঠনের মাধ্যমে যুব কর্ম ও সামাজিক উন্নয়নের কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা কার্যালয়ের মাধ্যমে ভ্রাম্যমান প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম পরিচালিত হয়। **ভিশন মিশন** (ক) অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখি শক্তিতে রুপান্তর করা। (খ) দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংষ্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা। (গ) জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা। **অধিদপ্তরের উদ্দেশ্যাবলীঃ (ক) উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করাসহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাদের সম্পৃক্ত করা। (খ) বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গ্রুপে সংগঠিত করা। (গ) স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। (ঘ) যুবদের গণশিক্ষণ কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি আর্থ-সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং সমাজবিরোধী কার্যকলাপ, মাদকদ্রব্যের অপব্যবহার, এইচআইভি/এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। (ঙ) যুবদের ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। চ) এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবদের প্রজনন স্বাস্থ্য, জীবনদক্ষতা প্রশিক্ষণ, হতাশাগ্রস্থ ও বিপদগামী যুবদের এ্যাডভোকেসি প্রদানের মাধ্যমে সঠিকপথে পরিচালনা করা হয়। বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা। শুরু থেকে সেপ্টেম্বর 2020খ্রি.পর্যন্ত অর্জিত সাফল্যের বিবরণঃ **প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ ক্রমিক নং প্রশিক্ষণ ট্রেডের নাম মেয়াদ এ পর্যন্ত অর্জিত এ পর্যন্ত মোট অর্জিত সাফল্য এ পর্যন্ত মোট সাফল্য যুব যুব নারী ০১ গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকৎসা মৎস্য চাষ ও কৃষি এবং ছাগল ও ভেড়া পালন  ০৭ / ১৪ / ২১দিন মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ  এ পর্যন্ত অর্জিত মোট সাফল্য পুরুষ জন মোট ৩৮৮০ এবং নারী ৩০০৩ জন সর্বমোট ৬৮৮৩ **ন্যাশনাল সার্ভিস কর্মসুচি** প্রশিক্ষণ, ঋণদান ও যুব কার্যক্রম ছাড়াও প্রধান মন্ত্রীর নির্বাচনী অঙ্গিকার ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্রুতি মোতাবেক র্ভিস কর্মসুচি ৩য়, ৪র্থ পর্বে বাস্তবায়িত ৮৯২ জনকে ০২ (দুই) বছরের জন্য অস্থায়ী সংযুক্তি প্রদান শেষে উপকারভোগীরা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্ব-উদ্যোগে প্রকল্প গ্রহণ/চাকুরী করে স্বাবলম্বি হচ্ছে। ঋণ কার্যক্রমঃ উপজেলা কার্যালয় কর্তৃক শুরু থেকে অদ্যাবধি ঋণ কার্যক্রমের সফলতাঃ যুব ঋণের বরাদ্দ মোট ঋণ বিতরণের পরিমাণ মোট আদায় ঋণ আদায়ের শতকরা হার (%) আত্মকর্ম সংস্থান ৩৩৯০৫০০০/ - =২৭৬২৪৪৪২/- 93.94% পরিবারভিত্তিক ২৫৭৫০০০/=২৭৪৬৭৮০ 9৭% জোরদারকরন ১২৫,০০০/-=৫৮৮৬৫/= 93.09% এ পর্যন্ত মোট আত্মকর্মী : যুব ২৪২২, যুব নারী: ‘১৩১৩ জন মোটঃ৩৭৩৫ জন । **জাতীয় যুব পুরস্কারঃ এ যাবত এ উপজেলায় ০ জন যুব ও ০ জন যুব নারী জাতীয় যুব পুরস্কারে ভূষিত হয়েছেন। **যুব কল্যাণ তহবিলের অনুদানঃউপজেলায় এ পর্যন্ত 4 টি যুবসংগঠনের অনুকূলে 250,000/= টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার মাধ্যমে সরকারের বাস্তবায়নাধীন সামগ্রীক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে অত্র দপ্তরের নিবন্ধিত যুব সংঠনের সহায়তা গ্রহণ করা হয়। এ যাবত এ ্উপজেলায় ১৮ টি যুব সংগঠনকে স্বীকৃতিপত্র প্রদান এবং ১৪টি যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করা হয়েছে। প্রাক্তওন অফিস প্রধানদের নামের তালিকা। আত্মকর্মসংস্থান/ আয়বর্ধক কাজে দৃষ্টান্ত স্থাপনকারী কাজের জন্য জাতীয় যুব পুরস্কার ও যুব কল্যান তহবিল হতে অনুদান প্রদান। যুবদের ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষে বিভিন্ন সেমিনার/ কর্মশালা/আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা। প্রতিবছর ০১’নভেম্বর যথাযথ গুরুত্বের সাথে জাতীয় যুব দিবস পালন করা। যুব বিনিময় কর্মসূচির আওতায় যুবদের সার্ক ও কমনওয়েলথভুক্ত দেশসমূহ সরকারি ব্যয়ে ভ্রমনের ব্যবস্থা করা। ** যোগাযোগঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়. যুব উন্নয়ন অধিদপ্তর, গৌরনদী, বরিশাল। 0432256104 ই-মেইলঃ gournadi@dyd.gov.bd Web Portal: youth.gournadi.barisal.gov.bd